সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন 

ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে বাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে রোববার (২০ অক্টোবর) স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে আখাউড়া মনিয়নন্দ ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি সদস্য মোহাম্মদ শাহীন, রাবিয়া বেগম, দেলোয়ার হোসেন প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ সদস্যরা কোন দলীয় প্রার্থী ছিলেন না। স্থানীয় সরকার বিভাগের একেবারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি হচ্ছে ইউনিয়ন পরিষদ সদস্যরা। তারা সরকারের নানাবিধ কার্যক্রম তৃণমূল পর্যায়ে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা দিয়ে থাকেন। 

এ অবস্থায় ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করা হলে জনভোগান্তির সৃষ্টি হবে। ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবি জানান বক্তারা। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয়।  

টিএইচ